Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
09 19 18

বুধবার, ১৯শে সেপ্টেম্বর, ২০১৮ ইং | ৪ঠা আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ | ৮ই মুহাররম, ১৪৪০ হিজরী

Home - দিনাজপুর - বোচাগঞ্জ উপজেলা মিলনায়তনে জনপ্রতিনিধি সরকারী কর্মকর্তা মিলিত মতবিনিময় সভা

বোচাগঞ্জ উপজেলা মিলনায়তনে জনপ্রতিনিধি সরকারী কর্মকর্তা মিলিত মতবিনিময় সভা

বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদাতাঃ বৃহস্পতিবার দুপুর ১২ টায় বোচাগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সারওয়ার মোর্শেদের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও গন্যমান্য ব্যাক্তি বর্গ ও এনজির সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।দিনাজপুর জেলা প্রশাসক ডা. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর।

App DinajpurNews Gif

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌর সভার মেয়র আব্দুস সবুর, উপজেলা ভাইস চেয়ারম্যান যথাক্রমে মাওলানা আমিনুল হক, নাজমুন নাহার মুক্তি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, যুগ্ম সম্পাদক আবু তাহের মোঃ মামুন, ইউপি চেয়ারম্যান মোঃ জাফরুল্লাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নূরুল আনোয়ার চৌধুরী, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোঃ শামীম আজাদ, মাঈনুল হাসান মহা বিদ্যালয়ের অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, সেতাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়, সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ প্রমুখ। আলোচনার পূর্বে বে-সরকারী প্রতিষ্ঠান ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সিনিয়র কো-অডিনেটর শাহ মোঃ আমিনুল হক ও প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার অরুন চন্দ্রশীল প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক নির্মূলে যে পদক্ষেপ নিয়েছে দূর্নীতি নির্মূলেও একই পদক্ষেপ গ্রহন হতে পারে তাই যারা দূর্নীতির সাথে জড়িত তারা সাবধান হয়ে যান।